1. admin@newsbd-connect.com : newsbd :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬ বার শেয়ার হয়েছে

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর মোহাম্মদ ইসহাক দার। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইট) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

টেলিফোনে আলাপের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আসলে ঘটনাটি (ভারত-পাকিস্তান উত্তেজনা) কী ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে, সেটা তিনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন। আমার কাছ থেকে তিনি কোনো সহায়তা চাননি। তবে আমি বলেছি, আমরা শুধু চাই শান্তি বহাল থাকুক, যেন কোনো উত্তেজনা  বৃদ্ধি না ঘটে। আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান হোক।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া বার্তা দিল্লির কাছেও পৌঁছাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যদি দিল্লি আমার কাছে জানতে চায়, তাহলে একই কথা বলব। তবে আগ বাড়িয়ে কিছু বলব না।’

দিল্লির সঙ্গে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বলার মতো কিছু নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি