বিমানবন্দরে সাধারণত আমরা কী দেখি? লম্বা লাইন, ব্যস্ত মুখ, ঘুম ঘুম চোখে কফির কাপে চুমুক দেওয়া যাত্রী। কিন্তু কেউ যদি বলেন, হঠাৎ একজনে স্যুটকেসে চড়ে ঢুকে পড়লেন টার্মিনালে, ছুঁড়ে ফেললেন জুতো, আর তারপর শুরু করেন নাটকীয় এক নৃত্য— তাও আবার সেলিন ডিওনের আবেগঘন গানের তালে—তাহলে কেমন দাঁড়ায় বিষয়টা?
এই আশ্চর্য দৃশ্যই বাস্তব করে তুলেছেন কানাডিয়ান ড্যান্সার ব্লেক ম্যাকগ্রাথ।
Leave a Reply